ভারতীয় টেস্ট ক্রিকেটে রোহিত অধ্যায়ের পরিসমাপ্তি, শুরু হলো গিল অধ্যায়। ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে তরুণ প্রতিভা শুভমান গিল-এর হাতে দায়িত্ব তুলে দিলো ভারতের ক্রিকেট বোর্ড ।
প্রসঙ্গত, লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেয়ার পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত।
শনিবার (২৪ মে) ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজটির জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্তকে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
এই দলের উল্লেখযোগ্য নাম কারুন নায়ার। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদিপ সিং।
ভারতের ঘোষিত দল
শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।