মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বৈরি আবহাওয়ায় ফ্লাইট জটিলতা শেষে নিরাপদে ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: ছাত্রদল সভাপতি সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে উপকমিটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটের আদেশ বুধবার বিএনপি নেতা ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত, বঙ্গবাজার-গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ প্রশাসক এজাজের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে পোশাক শ্রমিকদের অবস্থান

৫ দফা দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনের হুশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

রাজধানী ঢাকার সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেওয়া হলেও নাম প্রস্তাব ছাড়া আর কোনও অগ্রগতি নেই বলে জানিয়েছেন ওইসব কলেজের শিক্ষার্থীরা। তাই আগামী এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর ইডেন কলেজে এক সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান। দাবি আদায় না হলে ১৯ মে থেকে আবারও মাঠে নামার হুঁশিয়ারিও দেন তারা । তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানান তারা।

তারা আরও বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু অধিভুক্তি বাতিলের পরও এখনো অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো:

১) রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।

২) অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভূতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।

৩) অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৪) আগামী ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো বা মনোগ্রাম প্রকাশ করতে হবে।

৫) আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর