শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ : ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ  হবে সর্বকালের সেরা টুর্নামেন্ট  — এমনটাই জানিয়েছেন  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের যতগুলো আসর গড়িয়েছে, ২০২৬ সালের আসর আগের সকল রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে বিশ্বাস ট্রাম্পের  ।

আগামী বছরের জুন মাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে হতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশ মিলিয়ে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। আসরের বাকি ২৬টি ম্যাচ হবে মেক্সিকো ও কানাডায়। নিজ দেশ আয়োজক হবার সুবাদে তাই উচ্ছ্বসিত ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সরকার এই ইভেন্টটি নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে। এই টুর্নামেন্টটি দেখতে আমেরিকা ভ্রমণকারীরা তাদের সফরের প্রতিটি অংশে একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা লাভ করবে। এটি খুবই বিশেষ কিছু হতে চলেছে। একইসাথে আমরা নিশ্চিত করব যে, ২০২৬ বিশ্বকাপ বিশ্বের সর্বকালের সেরা ফুটবল টুর্নামেন্ট হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বলেন,  আমি জানি আমাদের দেশে প্রায় ১০০টি দেশ থেকে দর্শক আসবে। আমরা চাই তারা কোন দ্বিধাদ্বন্দ ছাড়াই আসুক। নিজ দলকে সমর্থন করুক, উদযাপন করুক। নিরাপত্তার কোন ত্রুটি থাকবে না এই ইভেন্টে।

তিনি বলেন, “আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকদের স্বাগত জানাতে প্রস্তুত। তবে খেলা শেষ হলে সবাইকে নিজের ঘরে ফিরে যেতে হবে। ”

আগামী বছরের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কাজ করে যাবে টাস্ক ফোর্স।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। দুটি ইভেন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে প্রায় ৫০ বিলিয়ন ডলার। শুধু তাই নয় প্রায় ৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুই আসর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর