সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দৃষ্টি হারানো রায়হানের পাশে তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি  হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

২০২৪ এর ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন রায়হান।

শুক্রবার ( ২ মে)  তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম বরিশাল শহরে কালিবাড়ী রোডস্থ আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রশ্রিুতি দেন। জুলাইযোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা গেছে, মো: রাইয়ান আহমেদ রায়হান পরিবারের বড় সন্তান ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। কারারক্ষী বাবার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালিয়েছেন।

গত বছরের ৪ আগস্ট সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় বুলেটের ৫৬টি স্প্রিন্টার তার মুখমণ্ডলে বিদ্ধ হন, হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ছেলেটার কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ডা: জামশেদ আলী, ডা: মিজানুর রহমান, ডা: রিয়াদুর রহমান, ডা: মহিবুল্লাহ, ডা: ফয়সাল খান, ডা: সৈকত, ডা: রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসার প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর