শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

ইরানে বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর আব্বাসে শনিবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪০ জনে। এ ছাড়া আহত হয়েছে আরো ১২০০ জনেরও বেশি মানুষ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিস্ফোরণের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন। ঘটনার পর হরমুজগান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া সরকার সোমবার সারা দেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। খবর ইয়েনি সাফাকের।

রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শনিবারের এ ঘটনায় ১২০০ জনেরও বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন পুরোপুরি নেভাতে দমকল কর্মীরা কাজ করছেন।

বন্দরের শহীদ রাজী অংশে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। এটি ইরানের বৃহত্তম কন্টেইনার বন্দর। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় চারদিকে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার জানালাগুলো ভেঙে পড়েছে, শিপিং কন্টেইনারগুলোর ধাতব ফিতা ছিঁড়ে ভেতরের মালামাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

দম বন্ধ করা ধোঁয়া ও বায়ুদূষণ এলাকায় ছড়িয়ে পড়ায় রবিবার বন্দরের প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের সব স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যাতে কর্তৃপক্ষ জরুরি সহায়তায় মনোযোগ দিতে পারে।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় বাসিন্দাদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ঘরের বাইরে না যাওয়ার এবং সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

 

নিউইয়র্ক টাইমস ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরিত পদার্থ ছিল সোডিয়াম পারক্লোরেট, যা কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরির একটি মূল উপাদান। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, এ এলাকায় সামরিক জ্বালানি বা সামরিক উদ্দেশ্যে আমদানি কিংবা রপ্তানির কোনো কার্গো ছিল না।

বন্দরের কাস্টমস অফিস রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণ সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক পদার্থ সংরক্ষণাগারে আগুন লাগার পর ঘটেছে। কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়েছে বলে একজন আঞ্চলিক জরুরি কর্মকর্তা জানিয়েছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর