শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

হামজার নৈপুণ্যে শীর্ষে উঠল শেফিল্ড ইউনাইটেড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন
সতীর্থের গোল উদযাপনের সঙ্গী হামজা | ছবি: শেফিল্ড ইউনাইটেড

বাংলাদেশ ফুটবলের বিশ্ব তারকা হামজা চৌধুরি। তাঁর কারনে বাংলাদেশকে নতুনভাবে চিনছে সারাবিশ্ব।বাংলাদেশের জার্সিতে  শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে  অভিষেক ম্যাচ রাঙিয়ে ইংল্যান্ডে চলে যান হামজা চৌধুরী। ফিরেই মাঠে নেমে পড়তে হয় তাকে। শুক্রবার রাতে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচে দারুণ  খেলেছেন। কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে হামজার দল। 

এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে ২৪ দলের চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে উঠে এসেছে শেফিল্ড। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে শেফিল্ড, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিডস ইউনাইটেড। এরপরে আছে বার্নলে (৩৮ ম্যাচে ৭৮), সান্ডারল্যান্ড (৩৮ ম্যাচে ৬৯), কভেন্ট্রি সিটি (৩৯ ম্যাচে ৫৯) ও ওয়েস্ট ব্রম (৩৮ ম্যাচে ৫৭)।

এ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখান ২৭ বছর বয়সী হামজা। তাই তো ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের সমর্থকেরা।

ঘরের মাঠে শেফিল্ডকে মাত্র ১৯ মিনিটে এগিয়ে দেন গাস হ্যামার। দুর্দান্ত ফ্রি-কিক গোল করেন তিনি। ৩০ মিনিটে দলটির হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল। এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা।

এ ম্যাচে শেফিল্ডের আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রে হামজা ছিলেন অনন্য। বক্সের বাইরে থেকে তার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। ট্যাকল, ডুয়েল কিংবা ব্লক—সব ক্ষেত্রেই অনবদ্য ছিলেন হামজা। তাকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব।

চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। এর মধ্যে টেবিলের দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যাবে, আর ৩ থেকে ৬ নম্বরের মধ্যে থাকা চারটি দল প্লে-অফ খেলবে, সেখান থেকে যাবে একটি দল। চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি দল প্রিমিয়ার লিগে উঠবে, প্রিমিয়ার লিগ থেকেও সমান সংখ্যক দল চ্যাম্পিয়নশিপে নেমে আসবে।

৪৮ ম্যাচের লড়াই শেষে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলেই সরাসরি প্রিমিয়ার লিগের টিকিট পেয়ে যাবে হামজা চৌধুরীর দল।

তিনি অবশ্য আগেও প্রিমিয়ার লিগে খেলেছেন। তার মূল দল লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। এমনকি লেস্টারের হয়ে এফএ কাপ শিরোপাও জিতেছেন হামজা।

শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল। সেদিন রাত আটটায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর