সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

নেত্রকোনা জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে সাড়ে ১৭ বছর পর নিজ বাড়িতে ফেরা বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার বিকেলে খালিয়াজুরী কলেজ মাঠে স্থানীয় উপজেলা বিএনপি এই গণসংবর্ধনার আয়োজন করে। এতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদের জেল খাটিয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার অনেক জুলুম করেছে, তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি।

তিনি বলেন, আর এখন সেই জুলুমকারী নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো, যে নেত্রী দেশ ছেড়ে পালায়। দেশে এখনো কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এসব মোকাবেলা করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

বাবর আরো বলেন, দেশের বেকারদের কাজে লাগাতে হবে। তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক   সভাপতি আশরাফ উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির নেতা এসএম শফিউল আলম সুজা প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনায় পৌঁছেন। সেখানে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর