শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ: ১৮ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের  রাজধানী  ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষের পর পটোম্যাক নদীতে তা বিধ্বস্ত হয়েছে। হোয়াইট হাউস থেকে পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে।

সিবিএস নিউজ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শিগগির সংবাদ সম্মলেন করা হবে।

পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন চারজন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনাসদস্য ছিলেন।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে বিমান দুইভাগ হয়েছে। অন্যদিকে হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইশ্বর তাদের আত্মাকে শান্তি দিন। ট্রাম্প জানিয়েছেন তিনি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সিবিএস নিউজ জানিয়েছে, পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সিএনএন বলছে, উদ্ধার অভিযান চালাতে মার্কিন কোস্ট গার্ড মোতায়েন করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর