রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আলোচিত তিন গুপ্তহত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশে ট্রাম্পের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম আলোচিত তিন গুপ্তহত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত গোপন নথি প্রকাশের লক্ষ্যে পরিকল্পনা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়র হত্যার গোপন নথি প্রকাশে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিবিসি বলছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ট্রাম্প এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন।

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, দীর্ঘসময়, বছরের পর বছর, দশকের পর দশক ধরে বহু মানুষ এর জন্য অপেক্ষা করছেন এবং সবকিছু প্রকাশ করা হবে।

ট্রাম্প তার আদেশে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক, অ্যাটর্নি জেনারেল) জন্য কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জন কেনেডি, রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথিগুলো প্রকাশ করার বিষয়ে ১৫ দিনের মধ্যে পরিকল্পনা উপস্থাপন করতে হবে।

বর্তমানে এই নথিগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। এ ছাড়া অন্যদের ক্ষেত্রে একই ধরনের পরিকল্পনা উপস্থাপনের জন্য কর্মকর্তাদের ৪৫ দিন সময় দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে এবং তার ভাই রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।

রবার্ট কেনেটি সিনেটর ছিলেন এবং মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর