বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ ৭ বছর পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বেগম খালেদা জিয়া। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, তিনি হুইলচেয়ারে বসে পার্কে ঘুরছেন, সঙ্গে রয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে লন্ডনের একটি পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে বেড়াতে যান তারেক রহমান। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালেদা জিয়াকে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান হুইলচেয়ারে নিয়ে পার্কে হাঁটাচ্ছেন। পাশে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাঁটছেন। সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগেও ঈদের সময় তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়।
গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। পরদিন তিনি ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হন এবং সেখানে টানা ১৮ দিন চিকিৎসা গ্রহণের পর ২৫ জানুয়ারি তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন এবং সবকিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতাকর্মীরা সবসময় উদ্বিগ্ন থাকেন। তার স্বাভাবিক জীবনযাত্রার কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন—এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।