বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটি শুল্ক-বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডকে বিজ্ঞাপনটি প্রচার না করার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান।  

আজ শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের সঙ্গে তার দেখা হয় এবং সেখানেই তিনি ক্ষমা চান। কার্নি বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেছি।”

ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছিল, যেখানে রিগ্যান শুল্ককে বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনার কারণ হিসেবে উল্লেখ করেন।

কার্নি জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে এটি পর্যালোচনা করলেও সম্প্রচারের বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, “আমি ফোর্ডকে বলেছিলাম, আমি চাই না বিজ্ঞাপনটি প্রচারিত হোক।”

তবে স্পষ্টভাষী রক্ষণশীল রাজনীতিবিদ ডগ ফোর্ড, যাকে অনেক সময় ট্রাম্পের সঙ্গে তুলনা করা হয়, তিনি বিজ্ঞাপনটি প্রচার করেছিলেন। বিজ্ঞাপনটি প্রচারের পরই ক্ষুব্ধ ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেন এবং ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করে দেন।

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নৈশভোজে কার্নির সঙ্গে তার “খুব ভাল” আলোচনা হয়েছে। তবে শুক্রবারও তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আবার শুরু হবে না।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী কার্নি আরও বলেন যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার শুক্রবারের বৈঠক কানাডা-চীন সম্পর্কের ক্ষেত্রে এক মোড় পরিবর্তন। ২০১৭ সালে জাস্টিন ট্রুডোর সময় সর্বশেষ দুই নেতার আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছিল।

কার্নি জানান, শি’র সঙ্গে আলোচনায় তিনি বিদেশি হস্তক্ষেপসহ নানা ইস্যু তুলে ধরেন। তিনি এশিয়া সফরের উদ্দেশ্য হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর কানাডার অর্থনৈতিক নির্ভরতা কমানোর কথা উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর