বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

দুর্লভ খনিজ পদার্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সময় ট্রাম্পের সামনে বিরল খনিজ পদার্থ উপস্থাপন করেন তারা। 

গত বৃহস্পতিবার ওভাল অফিসে অনুষ্ঠিত এ বৈঠকের ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প খনিজ পদার্থ রাখা খোলা কাঠের বাক্সের দিকে তাকিয়ে আছেন, আর জেনারেল আসিম মুনির বাক্সটির দিকে ইশারা করছেন। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠককে কয়েক বছরের টানাপোড়েনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করেন। তিনি ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন এবং পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সহজতর করার ক্ষেত্রে তার ‘সাহসী ও সিদ্ধান্তমূলক’ নেতৃত্বের প্রশংসা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, শেহবাজ শরীফ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের এক খনিজ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছিলেন, দেশটি যদি প্রাকৃতিক সম্পদ আহরণে সক্ষম হয়, তবে ‘ট্রিলিয়ন ডলারের’ সম্পদ অর্থনীতির আমূল পরিবর্তন আনতে পারে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সমঝোতা সই হয়েছে।- টাইমস অফ ইন্ডিয়া


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর