কার্যক্রম নিষিদ্ধ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেভিল হান্ট অপারেশন-২ এ অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় দিনাজপুরের বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দেওয়া এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে হামলার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি পলাতক স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগসাজশ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আলতাফুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।