বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আকিজের হাত ধরে বাংলাদেশে এলো স্প্যানিশ ব্র্যান্ড সিমন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

১৯১৬ সাল থেকে বিশ্বজুড়ে সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে স্প্যানিশ ব্র্যান্ড সিমন। এবার বিশ্বখ্যাত সেই ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা করলো আকিজ ভেঞ্চার গ্রুপের হাত ধরে। 

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও স্পেনের সিমন-এর যৌথ সহযোগিতায় এই গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের ৯০টিরও বেশি দেশে কার্যক্রম চালিয়ে যাওয়া সিমন এবার আকিজ ভেঞ্চার গ্রুপের অংশীদারিত্বের মাধ্যমে দেশে নিয়ে এলো নান্দনিক, আধুনিক প্রযুক্তি ও স্মার্ট লাইফ স্টাইলের নতুন অভিজ্ঞতা।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এটি বাংলাদেশের ভোক্তাদের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা দেশের ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর (স্পেন) মি. কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর মি. ডেরেক দাই, আকিজ ভেঞ্চার গ্রুপ ও সিমনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে উন্মোচিত হয় সিমনের প্রিমিয়াম সুইচ, সকেট এবং স্মার্ট হোম সলিউশন সিরিজ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেলের হল রুম ‘পদ্মা’র দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে ‘আকিজ ইলেকট্রিক্যালস সেফটি অ্যান্ড ইনোভেশন ফেস্ট’। যেখানে প্রদর্শিত হবে স্মার্ট হোম সিস্টেম, লাইটিং, সুইচ-সকেট, হোম অ্যাপ্লায়েন্স এবং বিভিন্ন গ্যাজেট পণ্য, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। অতিথিরা সেখানে পণ্যগুলোর সরাসরি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর