বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

দেশে ফিরলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর শেষে ঢাকায় ফিরে এসেছেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময়ে ভিআইপি লাউঞ্জে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জামায়াত আমির বলেন, গত মাসের ১৯ তারিখ আমি ওমরাহ করার উদ্দেশ্যে দেশ থেকে রওনা দেই। তিন দিনে ওমরাহ শেষ করে ২২ তারিখ সকাল ৯টায় আমেরিকার জেএফকে বিমানবন্দরে পৌঁছাই এবং সেখানে ৮ দিনব্যাপী বিভিন্ন স্তরে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তিদের সঙ্গে বৈঠক করি। খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪টি শহর নিউ ইয়র্ক, বাফেলো, মিসিগান ও ওয়াশিংটন ডিসি যাওয়া সম্ভব হয়েছে। তার পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের সঙ্গেও মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। এরপর সর্বশেষ আমি তুরস্কে যাই। সেখানেও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সহকর্মীরা আমার ওপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছেন। দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন, দেশ এবং দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আর পাশাপাশি আমি আপনাদেরও সহযোগিতা চাই। বিএনপি ২৩৭টা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর বলেছে, এটি চূড়ান্ত নয়। এরমধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিক পর্যায়ে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে মতানৈক্য থাকবে। তবে মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়। সবগুলো দল ভিন্ন ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গিতেও মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর