শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রংপুর রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন সোহান, নেতৃত্ব দেবেন লিটন আজ পবিত্র শবে মেরাজ বিশ্ব হয়ে উঠছে আরও বিপজ্জনক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত: যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা মাচাদোর নোবেল পদক ট্রাম্পকে প্রদান, বললেন ‘ধন্যবাদ মারিয়া’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় ইরানের ৮০০ বিক্ষোভকারীর দণ্ড কার্যকর স্থগিত অনিশ্চয়তা কাটিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল, পরিবর্তিত সূচি প্রকাশ ইসলামী আন্দোলন ছাড়া জামায়াতসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা আজ

ইরানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

ইরানের সার্বভৌমত্বের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইরান-চীনের ২৫ বছরের সহযোগিতা চুক্তির কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

দুই পক্ষই ইরান ও চীনের মধ্যে শক্তিশালী সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহের কথা জানায়।

আলোচনায় আরাগচি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হস্তক্ষেপে সহিংসতায় রূপ নিয়েছে।

তিনি বলেন, ‘ইরান তার নাগরিকদের সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসন সমর্থিত গোষ্ঠীগুলোও রয়েছে।’

আরাগচি সন্ত্রাসবাদ ও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।

ওয়াং ই বলেন, চীন সবসময়ই ইরানের সার্বভৌমত্ব এবং সন্ত্রাসবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকারকে সমর্থন করে এসেছে। তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক ফোরামে ইরানের ন্যায্য অবস্থানের পক্ষে চীন আগামীতেও কথা বলবে।

আলোচনায় আরাগচি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতির তীব্র সমালোচনা করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র শুল্ক ও নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে ইরান ও চীনের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে।’

তিনি এমন চাপ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

ওয়াং ই এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘বিশ্বকে এমন যুগে ফিরে যাওয়া উচিত নয়, যেখানে শক্তি প্রদর্শন মানেই বলপ্রয়োগ। রাষ্ট্রগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অন্যের অধিকার সম্মান করতে হবে।’

তিনি সার্বভৌমত্ব ও রাষ্ট্রসমতার ভিত্তিতে বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে দুই মন্ত্রী পশ্চিম এশিয়ার সামগ্রিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন। আরাগচি সতর্ক করে বলেন, নতুন কোনো বিদেশি দুঃসাহসিক পদক্ষেপ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

ওয়াং ই ইরানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে সংশ্লিষ্ট আরেকটি ঘটনায় আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও ইরান ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক প্রতিবাদ শুরু হয়েছিল অর্থনৈতিক ও সামাজিক অসন্তোষ থেকে, তবে পরে ইসরায়েলের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে তা উসকে দেওয়া হয়েছে।

তিনি আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য ও সচেতনতার ওপর ভর করে ইরান যে কোনো বিদেশি হুমকির বিরুদ্ধে তার ভৌগোলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কূটনৈতিক পথ ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

উভয় মন্ত্রী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত পরামর্শ ও যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে ইরান-সৌদি সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার ব্যক্ত করেন।

সূত্র: প্রেস টিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর