সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন দিলো সরকার হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর নেপালকে নাস্তানাবুদ করে সেমির পথে টাইগার যুবারা ৩৫ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত শাওন-মারিয়া-ইমতু ও সাংবাদিক আনিস আলমগিরের বিরুদ্ধে যেসব অভিযোগ আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেসে স্বর্ণপদক পেলেন ইউরোলজি বিশেষজ্ঞ রোকসানা আফরোজ ভোটের পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের চিঠি ইসির হাদি গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

নেপালকে নাস্তানাবুদ করে সেমির পথে টাইগার যুবারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। নেপালকে ১৩০ রানে থামিয়ে অর্ধেকের বেশি ওভার (২৫.১) বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুবারা। টানা দুই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল তারা।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে রান তাড়ায় প্রথম তিন ওভারেই ২৭ রান তুলে ফেলে বাংলাদেশ। তবে পরের ওভারেই টানা দুই বলে উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ক্যাচ তুলে আউট হওয়ার পর প্রথম বলেই রান আউট হন অধিনায়ক আজিজুল হাকিম।

২৯ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার জাওয়াদের সঙ্গে জুটি গড়েন কালাম সিদ্দিকী। এই জুটিই বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দিকে। তৃতীয় উইকেটে জাওয়াদ–কালাম গড়েন ৯২ রানের জুটি। কালাম ৬৬ বলে ৩৪ রান করে যখন আউট হন, জয় মাত্র ১০ রান দূরে।

জাওয়াদের সঙ্গে থেকে বাকি কাজটা সারেন রিজান হোসেন। জাওয়াদ ৬৮ বলে ৭ চার ৩ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন রিজান (৮ বলে ১২*)।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা নেপালের শুরুটা মন্দ ছিল না। ৪০ বলে ৪০ রানের ওপেনিং জুটি পায় তারা। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এরপর বিশোর্ধো দুটি জুটি পায় তারা, ষষ্ঠ (২৬ বলে ২০) ও সপ্তম (৫৫ বলে ৩৮) উইকেটে। যার উপর ভর করে একশ পার করতে পারে নেপাল।

আটে নেমে সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক তিওয়ারি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত থেকে; ২৩ রান করেন আশিষ লুহারও।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ বুধবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এদিকে গ্রুপের অপর ম্যাচে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই সেমিতে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ ও লঙ্কানদের। ভিন্ন ফল এলে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর