রাজধানীর শান্তিনগরের বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। ভবনের ছাদ থেকে ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে কাজে যোগ দেয়। পরে আরো ছয়টি ইউনিট যোগ দিয়েছে। মোট নয়টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।