ঢাকার পুলিশ বক্সগুলো এখন নতুন ও আধুনিক ডিজাইনে গড়ে তোলা হচ্ছে। পথচারীদের চলাচলের সুবিধা বজায় রাখতে এসব নতুন পুলিশ বক্সের নিচের অংশ খোলা রাখা হয়েছে। চলতি মাসেই আগারগাঁওয়ে প্রথম নতুন নকশার পুলিশ বক্সটির উদ্বোধন করা হবে।
আজ রবিবার ( ৯ নভেম্বর) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন পুলিশ বক্সগুলো ২০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার কনটেইনার আকারে নির্মাণ করা হচ্ছে। এগুলোতে যথাযথ ইনসুলেশনসহ আধুনিক সুবিধা যেমন টেবিল, ৬টি চেয়ার, মিনি টি টেবিল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং এয়ার কন্ডিশনার থাকবে।
পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে বক্সগুলোতে গ্রে ও ব্ল্যাক ওয়াটার ব্যবস্থাপনার জন্য এসটিপি (সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করা হয়েছে। প্রক্রিয়াজাত পানি বাগান পরিচর্যায় ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, ধাপে ধাপে ঢাকা শহরের সব পুলিশ বক্স এই নতুন নকশা অনুযায়ী পুনর্নির্মাণ করা হবে।