বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা এক নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য ‘তৃতীয় স্তরের’ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে ‘চতুর্থ স্তরের’ সতর্কতা ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশের কোনো বিক্ষোভ বা রাজনৈতিক জমায়েতকে আপাতভাবে শান্তিপূর্ণ দেখালেও অতি দ্রুত তাতে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। শুধু তা-ই নয়, বাংলাদেশে ভিড়ের মধ্যে পকেটমারির উপদ্রবের বিষয়েও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করা হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় সন্ত্রাস, অপহরণ এবং অন্য অপরাধের বিষয়ে সতর্ক করে ওই এলাকায় ভ্রমণ না করার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে দেশটি।

নির্দেশিকায় বাংলাদেশ ভ্রমণে যাওয়া সে দেশের নাগরিকদের পকেটমার হওয়ার মতো ছোটখাটো অপরাধের বিষয়েও সতর্ক করা হয়। এ ছাড়া বাংলাদেশের বড় শহরগুলোতে ছিনতাই, ডাকাতি, মাদক পাচারের মতো বিষয়গুলো নিয়ে সতর্ক করে দেশটি। এ ক্ষেত্রে যদিও অন্য দেশের নাগরিক হওয়ায় বিদেশিদের টার্গেট করার কোনো আভাস নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এই নির্দেশিকায় বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কেও সতর্ক করা হয়। এসব উদ্বেগের কারণে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের সুরক্ষিত কূটনৈতিক এলাকার বাইরে ঢাকায় অহেতুক ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। আর ঢাকার বাইরে যেতে হলে বিশেষ অনুমোদন নিতে হবে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের। তবে কক্সবাজার বা সিলেট যাওয়ার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে দেশটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর