পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৯ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের এবং অন্যের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালাতে ইতিমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী মিয়া বিদেশ গমনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশ ত্যাগ করলে দুর্নীতির অভিযোগে উত্থাপিত নথিপত্র ও সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা অপরিহার্য হয়ে পড়ে।