শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

আজ বুধবার (২২ অক্টোবর) ভোরে এ ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।

কিয়েভের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাতের রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ভবনটি পরে ধসে পড়ে, সেখান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন ওই ভবনটির বাসিন্দা ছিলেন।

ক্লিচকো জানান, দিনিপ্রো জেলা এলাকায় একটি ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ১০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে।

জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে। দারনিতস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরেকটি ভবনে। সেখানকার আরও দুটি ভবনে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ভোরে অন্তত চারটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু ভবনের কাঁচ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে। রাজধানীর বাইরে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রাতে ড্রোন হামলায় রেল অবকাঠামো এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার বলেন, ইজমাইল শহরে ড্রোন হামলায় জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি হয়েছে।

একই সময় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়। এই হামলাগুলোর সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানাচ্ছেন, যাতে রাশিয়ার ভেতরে আরও গভীর এলাকায় হামলা চালিয়ে যুদ্ধবিরতির আলোচনায় কৌশলগত সুবিধা পাওয়া যায়। সূত্র: আল- জাজিরা, রয়টার্স


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর