বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সময় স্বল্পতার কারনে এই ঐতিহাসিক অর্জনের তাৎক্ষণিক সম্মান জানাতে অভিনব এক সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
নারী দল আজ সন্ধ্যায় মিয়ানমার ছাড়বে। থাইল্যান্ড হয়ে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রাত দেড়টার দিকে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তারা রাত আড়াইটায় পৌঁছাবে সংবর্ধনার মঞ্চে।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

রাত আড়াইটার সময় সংবর্ধনা—শুনতে অদ্ভুত লাগলেও দেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে এ যেন নতুন এক অধ্যায়। প্রশাসনিক প্রতিবন্ধকতা ও সময় সংকটের মধ্যেও মেয়েদের অর্জনকে তাৎক্ষণিকভাবে উদ্যাপন করতে পিছপা হয়নি বাফুফে।
সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে ছোট আকারের সাংস্কৃতিক আয়োজন, খেলোয়াড়দের বক্তব্য এবং বাফুফের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা। রাতের আঁধারে হলেও মেয়েদের এই অর্জন যেন আলো ছড়িয়ে দেয় দেশের ক্রীড়াঙ্গনে—সেটিই প্রত্যাশা আয়োজকদের।