রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

গামিনীকে মাঠকর্মীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট মাঠের পিচ প্রস্তুতে দীর্ঘদিনের ভরসা ছিলেন শ্রীলঙ্কান গামিনী ডি সিলভা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ঘাস, উইকেট আর আউটফিল্ডে যার হাতের ছোঁয়া লেগে আছে দীর্ঘ দেড় যুগ, সেই লঙ্কান কিউরেটর গামিনী এখন বাংলাদেশ অধ্যায়ের শেষ প্রান্তে। বিদায়ের আগে প্রিয় এই ‘স্যার’-কে ভালোবাসা আর কৃতজ্ঞতার সিক্ত বিদায় দিলেন তারই সহকর্মী মাঠকর্মীরা।  

আজ শনিবার ( ৮ নভেম্বর) বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামে এক অনাড়ম্বর আয়োজনে গামিনীকে সংবর্ধনা দেন মাঠকর্মীরা। বহু বছরের সঙ্গ, পরিশ্রম আর স্মৃতিতে ভরা সেই মুহূর্তে অনেকের চোখে ছিল আবেগের ছাপ।

বিসিবির গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা গেছে, মাঠকর্মীরাই নিজেদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করেন। আগেই তারা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন যে, গামিনীকে তাদের পক্ষ থেকে সম্মান জানাতে চান।

২০১০ সালে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন গামিনী ডি সিলভা। তার দক্ষতা ও নিষ্ঠায় মিরপুরের উইকেট ও আউটফিল্ড পেয়েছে আন্তর্জাতিক মান, বাংলাদেশ ক্রিকেটও পেয়েছে নতুন উচ্চতা। তার তত্ত্বাবধানেই দেশের আরও কয়েকটি আন্তর্জাতিক ভেন্যুর উন্নয়ন সম্পন্ন হয়। তবে তার প্রস্তুত করা মিরপুরের পিচ নিয়ে সমালোচনাও হয়েছে, বিশেষ করে স্লো এবং স্পিন-নির্ভর পিচের কারণে।

সম্প্রতি বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট বিভাগে পরিবর্তন আসায় গামিনীর চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি। ১ নভেম্বর থেকে তার দায়িত্ব শেষ হয়েছে, আর ১২ নভেম্বর তিনি নিজ দেশে ফিরে যাবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর