ভারত থেকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব আসলেও ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলবে না বাংলাদেশ—এই অবস্থানে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকার ইতিমধ্যে দলকে ভারত সফর না করার নির্দেশনা দিয়েছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।
আজ মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে অনলাইন বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির। আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগে আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি থাকে। সেই চুক্তি অনুযায়ী কোনো দেশ টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোনো ভেন্যুতে খেলতে না চাইলে যুক্তিসংগত কারণ দেখাতে হয়। অতীতে ‘সরকারি নিষেধাজ্ঞা’ দেখিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণের নজির রয়েছে, যা আইসিসি মেনে নিয়েছে।
বিসিবি জানিয়েছে, ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা, সংবাদকর্মী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে। সম্প্রতি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এই উদ্বেগ আরও বেড়েছে।
আইসিসি যদি শেষ পর্যন্ত প্রস্তাব না মানে এবং বিসিবিও অবস্থান না বদলায়, তাহলে নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রতিপক্ষরা ওয়াকওভার পেতে পারে। এমনকি শাস্তির ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বিসিবির বিশ্বাস, নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে আইসিসি কঠোর কোনো সিদ্ধান্ত নেবে না।