শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
বিপিএলের শেষ তিনটি আসরে মেহেদী খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। এর আগে, তিনি খেলেছেন খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের হয়ে। বিপিএলে ৮৮ ম্যাচে তিনি নিয়েছেন ৭৩ উইকেট ও করেছেন ৯১৫ রান।
চট্টগ্রাম দল ইতোমধ্যেই তানভীর ইসলামকে দলে ভেড়িয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল অনুযায়ী, প্রতিটি দল সরাসরি চুক্তিতে দেশি ও বিদেশি খেলোয়াড় দু’জন করে নিতে পারবে। দেশের একজন নতুন বিদেশি খেলোয়াড় হিসেবে দলে যোগ দিয়েছেন আবরার আহমেদ। বাকি প্লেয়ারদের নিলামের মাধ্যমে কেনা হবে।
৩০ নভেম্বর থেকে নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলের জন্য দেশি ক্রিকেটার অন্তত ১২ জন ও বিদেশি দুই জন কিনতে হবে। নিলামে অংশ নিচ্ছেন ১৬৬ দেশি ও ২৫০ বিদেশি ক্রিকেটার।
এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর সিলেটে, উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর মিরপুরে এবং ফাইনাল হবে ২৩ জানুয়ারি।