বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ডিএমপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২১ জুন) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি পুলিশ শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে, যা একেবারেই ভিত্তিহীন।

এতে বলা হয়, বাড্ডা থানাধীন মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউআইইউর শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। বারবার অনুরোধ সত্ত্বেও রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ১০টায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ডিএমপি।এদিকে বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে বলেও জানিয়েছে ডিএমপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর