দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী হামলা শনিবার হামলা চালিয়েছে। হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ বলেছে, ‘ইসরাইলের চলমান আগ্রাসনের’ জন্য তাদের ধৈর্য ক্রমশ কমে আসছে। লেবানন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এএফপি এ খবর জানায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কুনিনে একটি গাড়িতে ‘ইসরাইলি বাহিনী’ ড্রোন হামলা চালায়। হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ‘হাসান মুহাম্মদ হাম্মুদি’ নিহত হয়েছে। যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরাইলি ভূখণ্ডে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে দাবি করা হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য এক বিবৃতিতে জানিয়েছে, টাইর এলাকার কাছে মাহরুনায় একটি মোটরসাইকেলের ওপর ইসরাইলি হামলায় এক নারীসহ দুইজন শহীদ এবং একজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার তারা দক্ষিণ লেবাননের মাহরুনা এলাকায় একটি বিমান হামলা চালিয়ে আব্বাস আল-হাসান ওয়াহবিকে হত্যা করেছে।’
আইডিএফ বিবৃতিতে বলা হয়েছে, ওয়াহবি হিজবুল্লাহর একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন ‘হিজবুল্লাহ পুনর্গঠন এবং অস্ত্র স্থানান্তরের প্রচেষ্টায় জড়িত ছিলেন।’
এতে বলা হয়েছে, ‘এই কার্যকলাপগুলো ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন।’