সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

সিরিয়ায় আসাদ অনুগত বাহিনীর হামলায় ১৪ পুলিশ নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্বধীন অন্তর্বর্তী প্রশাসন জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর ‘চোরাগোপ্তা’ হামলায় সিরীয় পুলিশের ১৪ জন সদস্য নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। ভূমধ্যসাগরীয় বন্দর তার্তুসের কাছে আসাদ অনুগত বাহিনী এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি প্রশাসনের।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে দেশটির অন্তর্বর্তী প্রশাসন জানায়, ভূমধ্যসাগরীয় বন্দর তার্তুসের কাছে গ্রামীণ এলাকায় মঙ্গলবার হামলার এই ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদনগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, রাজধানী দামেস্কের নিকটবর্তী কুখ্যাত সেদনায়া কারাগারের সঙ্গে জড়িত এক কর্মকর্তাকে তার ভূমিকার জন্য গ্রেপ্তার করার চেষ্টার সময় আসাদ সরকারের অনুগত বাহিনীর ‘অবশিষ্টরা’ নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালায়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, এই সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়। পরে নিজেদের শক্তি বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।

চলতি মাসের প্রথমদিকে ইসলামপন্থি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনীর হাতে প্রেসিডেন্ট আসাদ সরকারের পতন ঘটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর