বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

শিল্পী সমিতির নির্বাচনে বিতর্কিত হেলেনা জাহাঙ্গীর, শিল্পীদের নিন্দা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন

হঠাৎ করেই নতুন করে আলোচনায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন তিনি। প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম দেখা যায়। এরপর থেকে তার নাম চর্চায়। শিল্পীরা বিস্মিত। প্রশ্ন উঠেছে, কবে শিল্পী সমিতির সদস্য হয়েছেন বিতর্কিত এই হেলেনা জাহাঙ্গীর।

সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা অনুযায়ী—বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ন্যূনতম পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করিলে তিনি পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করিতে পারবেন। কার্যকরী পরিষদে তার আবেদন গৃহীত হইলে তিনি পূর্ণ সদস্য পদ লাভ করবেন এবং তিনি ভোটাধিকারসহ কার্যকরী পরিষদের যে কোনো পদের জন্য যোগ্যবলে বিবেচিত হবেন। পূর্ণ সদস্য পদের জন্য আবেদনকারীকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয়শিল্পী হতে হবে।

কিন্তু এ ক্ষেত্রে তার ব্যতয় ঘটেছে। ‘ভাইয়ারে’ নামের একটি বিতর্কিত সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন হেলেনা জাহাঙ্গীর। আর এক সিনেমায় অভিনয় করেই তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন। সদস্য হয়েই অংশ নিচ্ছে নির্বাচনে।

আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় হেলেনা জাহাঙ্গীরের নাম দেখে অবাক সাধারণ শিল্পীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকজন শিল্পী সামাজিকযোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের কমিটির সাংগঠনিক সম্পাদক শাহনূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর কবে শিল্পী সমিতির সদস্য হয়েছেন আমি বা আমরা জানি না। নতুন সদস্য নেওয়ার জন্য আমাদের কমিটির কোনো মিটিং হয়নি। শুনছি ৪০ থেকে ৪৫ জন নতুন সদস্য নিয়েছে। কীভাবে নিয়েছে তা আমরা অবগত নই। নিপুণ একক সিদ্ধান্তে তাদের নিয়েছে। এ ব্যাপারে কমিটি কিছুই জানে না।

যোগ করে তিনি আরও বলেন, অনেকে সিনেমা করেনি কিন্তু তারাও সদস্য হয়েছেন। এটা তো ক্লাব না যে, টাকা দিলেই সদস্য হওয়া যাবে। আমার জানামতে এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন ভাইও কিছু জানেন না। অথচ যারা মূল শিল্পী তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে। শিশুশিল্পী থেকে অভিনয়ে আছেন তাদের ভোটাধিকার বাতিল করা হয়েছে। এখনই এমন করছে ভবিষ্যতে কি করবে বোঝাই যায়।

এ প্রসঙ্গে জানতে বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক (মামলা চলমান) নিপুণ আক্তারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও এ প্রজন্মের শিল্পী বলেন, দিনদিন শিল্পী সমিতিতে এসব কি হচ্ছে। যাকে তাকে সদস্য করা হচ্ছে। শুধু পেশাদার অভিনয়শিল্পী তারাই সমিতির সদস্য হতে পারবেন। সেটিও গঠনতন্ত্র মেনে। হেলেনা জাহাঙ্গীর কি পেশাদার অভিনেত্রী? এ ধরনের কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাই। বর্তমানে সমিতিতে যা হচ্ছে সত্যি খুবই দুঃখজনক। সাধারণ শিল্পীদের সচেতন হওয়ার আহ্বান জানাই।

উল্লেখ্য, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে ২০২১ সালের ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। সে সময় তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি ছুরি উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দণ্ডবিধির ৪২০ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে দুই বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ২০২১ সালের নভেম্বরে জামিনে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে একটি সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন হেলেনা। যদিও সিনেমাটি সুপারফ্লপ হয়েছে। এরপর হেলেনা জাহাঙ্গীর আর কোনো সিনেমায় অভিনয় করেছেন কিনা জানা যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর