দ্বিতীয়বারের মত ফাইনাল জেতার পর এক দিন বিশ্রাম নিয়েই আজ বরিশালে শিরোপা নিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল।গেল আসরে প্রথম বারের মতো বিপিএলের শিরোপা জেতে বরিশাল।কিন্তু বিভিন্ন কারনে যাওয়া হয়নি। এবার বরিশালবাসি উদযাপন করার সুযোগ পাচ্ছেন । দুপুর থেকে বিকাল পর্যন্ত সেখানে ভক্তদের সঙ্গে তামিম-মুশফিকরা করবেন উদযাপন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বিপিএলের ফাইনালের গ্যালারিতে দাপট ছিল ফরচুন বরিশালের ভক্তদের। তারা নিশ্চিতই ছিলেন যে, এবারও শিরোপা উঠতে যাচ্ছে তাদের হাতেই। এ সময় তামিম-মুশফিকদের সমর্থন জানাতে অনেকে নানান রকম ব্যানারের পাশাপাশি নিয়ে এসেছিল বরিশালের প্রতীকী লঞ্চও। তাদের প্রত্যাশা ছিল শিরোপা নিয়ে খেলোয়াড়রা লঞ্চে করেই বরিশাল যাবে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে। যদিও নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না। বরিশালে চ্যাম্পিয়ন দল ও শিরোপা যাবে বিমানে চড়ে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বিপিএলের ফাইনালের গ্যালারিতে দাপট ছিল ফরচুন বরিশালের ভক্তদের। তারা নিশ্চিতই ছিলেন যে, এবারও শিরোপা উঠতে যাচ্ছে তাদের হাতেই। এ সময় তামিম-মুশফিকদের সমর্থন জানাতে অনেকে নানান রকম ব্যানারের পাশাপাশি নিয়ে এসেছিল বরিশালের প্রতীকী লঞ্চও। তাদের প্রত্যাশা ছিল শিরোপা নিয়ে খেলোয়াড়রা লঞ্চে করেই বরিশাল যাবে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে। যদিও নানান কারণে সেটা সম্ভব হচ্ছে না। বরিশালে চ্যাম্পিয়ন দল ও শিরোপা যাবে বিমানে চড়ে।
গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ায় গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। যদিও তারা অপারগতা প্রকাশ করায় রানার্সআপ হওয়া রংপুর রাইডার্স অংশ নেয় টুর্নামেন্টটিতে। তবে এবার বিপিএল শিরোপা জেতার পর থেকেই আসন্ন জিএসএল-এ অংশ নেওয়ার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ফরচুন বরিশাল।
এ নিয়ে তিনি বলেন, ‘জিএসএল নিয়ে আমাদের আলোচনা হয়েছে। গতকালকে (শুক্রবার শিরোপা জেতার পর) মায়ার্স, মালান, জিমি নিশামের সঙ্গে কথা বলেছি। সবাই খেলার জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আর দেশের যারা আছে তাদের কোনো আন্তর্জাতিক খেলা না থাকলে সবাই খেলবেন।’