যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আটক হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টায় রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল।
নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দুটি দায়ের হয়।
মোয়াজ্জেম হোসেনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন। তিনি বলেন, আটকের পর ডিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।