সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যের একটি প্রত্যন্তপাহাড়ি রাস্তায় একটি গভীর খাদে পড়ে গেলে ১৭ যাত্রী নিহত হয়। আঞ্চলিক কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ নিহতদের মরদেহ শনাক্ত করতে এবং বাসের ধ্বংসাবশেষে আটকে পড়া মরদেহ উদ্ধারের জন্য কাজ করছে। বাসটি ২০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় ‘বেশ কিছু’ যাত্রী আহত হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দ্য সিলভা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন,তার সরকার ‘ক্ষতিগ্রস্তদের সহায়তা, স্বাস্থ্য সেবা, এবং সমর্থনে রাজ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিবে।’

তিনি দুর্ঘটনায় হতাহত পরবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস এক এক্স বার্তায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, বাসটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ইউনিয়াও দস পালমারেস শহরের কাছে একটি ঐতিহাসিক স্থানে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর খাদে পড়ে যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর