বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি, হত্যা, আহত-নিহতের তথ্য চেয়ে সারাদেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থানসহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হবে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়টি জানিয়েছেন তদন্ত সংস্থার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আজ দুপুরে চিফ প্রসিকিউটরের সংবাদ সম্মেলনের পর থেকেই আমরা চিঠি দেওয়া শুরু করব।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ চারজন প্রসিকিউর নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন রোববার (৮ আগস্ট) থেকে।