বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

বিপিএল ও সামলাবেন ফারুক আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯:২৩ অপরাহ্ন

শেখ হাসিনা সরকার পতনের পর  ক্রিকেট কার্যক্রম চালাতে নতুন করে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদ ছাড়াও ক্রিকেট বোর্ডে এসেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত স্ট্যান্ডিং কমিটিগুলো ভাগ করে দেওয়া হয়নি। বোর্ডে থাকা দশ পরিচালক আপাতত দায়িত্ব পালন করছেন। সামনেই বিপিএল, এই টুর্নামেন্ট এগিয়ে নিতে বোর্ড সভাপতি নিজেই বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

সাধারণত বোর্ড সভাপতি কোনও কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেন না। কিন্তু বাস্তবতার কারণেই ফারুক আহমেদকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

শুধু ফারুক আহমেদ নন। সদস্য সচিব হিসেবে নাজমুল আবেদীন ফাহিম দায়িত্ব পালন করবেন। তাছাড়া আরও দু’জন সদস্য রাখা হয়েছে। তারা হচ্ছেন-মাহবুব আনাম ও ফাহিম সিনহা।

বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ে ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা চারজন সদস্য। নাজমুল আবেদীন সদস্য সচিব। তার সঙ্গে মাহবুব আনাম ভাই আছেন। তাকে আপনারা ড্রাফটেও দেখেছেন। আর আছেন ফাহিম সিনহা।’

বিপিএল একমাত্র টুর্নামেন্ট যেখানে ব্যাটারদের রান করতে কঠিন সংগ্রাম করতে হয়। অথচ ২০ ওভারের টুর্নামেন্টগুলোতে রানের বন্যা বয়ে যায়। ফারুক আহমেদ জানালেন এবার সেই চেষ্টাই করবেন তারা, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা। ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়।’

এতদিন দেখা গেলে বিপিএল মানেই যেন সার্কাস। টুর্নামেন্ট চলাকালে নানা ঘটনায় বিপিএল কলুষিত হয়েছে। এবার ওখান থেকে বেরিয়ে বিপিএলকে উন্নতির পথে নিয়ে যাওয়ার ইচ্ছা বিসিবি সভাপতির, ‘এখন থেকে আমরা ক্রমেই উন্নতি করার চেষ্টা করবো। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। যেভাবে ভালো করা যায়। নতুন অনেক কিছু করার চেষ্টা করছি। বাকিটা মাঠে যখন বল গড়াবে, তখন বোঝা যাবে।’

ফারুক আরও বলেছেন, ‘আমি বলবো না যে, প্রথমবারেই সব পারফেক্ট হবে। তবে নিয়মকানুনসহ সব দিক থেকে আগের চেয়ে ভালো হবে।’

টিকেটিং সিস্টেমে আধুনিকতা আনার কথা আগেই জানিয়েছিলেন ফারুক আহমেদ। আজকে আবার সেই ব্যাপারে কথা বললেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে সম্ভব না হলেও আগামী বিপিএলে টিকেটিং সিস্টেম ডিজিটালাইজ করবেন বলে জানিয়েছেন তিনি, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনও আড়াই মাস সময় আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর