রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার  কথা জানিয়েছেন। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর যেকোনো সময় চালু হবে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসন নিয়েও। 

রবিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার দেশটির কাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরাসরি ফ্লাইট চালুর ফলে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য খাতে সহযোগিতা সম্প্রসারিত হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কথা তুলে ধরে হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুট ইতোমধ্যেই চালু রয়েছে, যা আমদানি-রপ্তানি বাড়াতে সহায়ক হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি পণ্যের প্রতি পাকিস্তানের বাজারে চাহিদা ক্রমশ বাড়ছে।

ইকবাল হুসেইন বাংলাদেশের বাকস্বাধীনতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, সোশ্যাল মিডিয়া তরুণদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ দিচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করছে।

হাইকমিশনার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় বলেন, দেশের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখা। তিনি প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সক্ষমতারও প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর