বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ দিতে সকল ব্যাংক ও অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সকল তফসিলি ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এ অবস্থায়, এই সার্কুলারের নির্দেশনার আলোকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী সংগ্রহের প্রয়োজন হবে। এ সহায়তা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা যেতে পারে।
প্রধান উপদেষ্টার তহবিলে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী দেওয়ার পর তা ডিজাস্টার ম্যানেজমেন্ট উপখাতে দেখানোরও নির্দেশনা দেওয়া হয় সার্কুলারে।