গান্ধী ময়দানে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার ট্রেইলার প্রকাশের সময় উপস্থিত হন সিনেমার নায়ক আল্লু অর্জুন ও নায়িকা রাশমিকা মন্দনা। প্রিয় নায়ক, নায়িকাকে কাছ থেকে দেখতে এ সময় ভক্ত ও দর্শকদের মধ্যে বাড়তে শুরু করে ব্যাপক উত্তেজনা।
অগণিত ভক্তদের দেখে উচ্ছ্বসিত হয়ে মঞ্চে উঠেন আল্লু। দর্শকদের উদ্দেশ করে বলেন,আল্লু অর্জুন ভক্তদের উদ্দেশ করে ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলছিলন। নিজের হিন্দি ভাষা কিছুটা দুর্বল হওয়ায় তিনি বলেন, আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।
পুষ্পার নতুন সিক্যুয়াল প্রসঙ্গে নায়ক বলেন, আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি।
এরপরই আল্লু বলেন, আমার বলা ধন্যবাদ আপনাদের ভালোবাসার কাছে মোটেও যথেষ্ট নয়। তারপরও স্থানীয় পুলিশ, আয়োজক এবং আমার ভক্তদের সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গুন্ডায় পরিণত হওয়া এক ছেলের জার্নি। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। সিনেমার চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।
তিনি আরও বলেন,সিনেমাটি নিয়ে দর্শক হৃদয়ে আগ্রহ শুরু হয় টিজার প্রকাশের পর থেকেই। ‘পুষ্পা টু’-র টিজারে আল্লু অর্জুনের শাড়ি পরা লুক নজর কাড়ে সবার। সেই সঙ্গে মুখে রঙ আর শরীর ভর্তি গয়নার কারণ জানতে দর্শকদের আগ্রহীও করে তোলে। যার প্রমাণ পাওয়া গেল সিনেমাটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায়ও প্রকাশ করা হয় ট্রেইলারটি। সেখানেও দর্শক ভিউতে বাজিমাত করেছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি।
আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’।-সময়