সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, আটক ৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৭:২১ অপরাহ্ন

নেত্রকোনা শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে ছোটবাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়। ঘটনার পর মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও আওয়ামী যুব-জাগরণ মঞ্চ ও সদর উপজেলা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়, আজ সকাল সাতটায় জেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে জেলা ছাত্রলীগ শহরে মিছিল করে। কৌশিক রায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের বড় ভাইয়ের ছেলে।

২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কৌশিক রায়ের নেতৃত্বে ২০ থেকে ২২ জন নেতা-কর্মী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ওই নেতা-কর্মীদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও দুজনের মাথা-মুখ মাফলার দিয়ে প্যাঁচানো ছিল। এ সময় তাঁদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নেত্রকোনার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ছাত্রলীগের জন্মদিন, শুভ শুভ শুভদিন’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দেন।

নাম প্রকাশ না করার শর্তে মিছিলের প্রত্যক্ষদর্শী তিনজন বলেন, সকাল সাতটার দিকে শহরের বড়বাজার এলাকায় কয়েকজন তরুণ একত্র হয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। পরে তাঁরা ছোটবাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। সেখান থেকে শহীদ মিনারের দিকে রওনা দেন। ছয় মিনিটব্যাপী মিছিল শেষে তাঁরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে চলে যান।

মিছিলকে কেন্দ্র করে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেকুল ইসলামের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এলাকাবাসী পরিস্থিতি সামাল দেন বলে তাঁরা জানান। এর আগে ২৩ নভেম্বর পূর্বধলায় ঝটিকা মিছিল করেছিল ছাত্রলীগ।

এদিকে ছাত্রলীগের মিছিলের পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহরের নাগড়া এলাকার চিন্ময় সরকার, সহক্রীড়া সম্পাদক বড়বাজার এলাকার সন্দীপ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জয় সাহা, জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধু বণিক ওরফে বিশাল, পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায়, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন।

এ ব্যাপারে জানতে কৌশিক রায়ের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে জনসাধারণকে আতঙ্কিত করার চেষ্টা করেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। আটক ৬ জনসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর