নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা যায়নি। শুরু হয়েও আবার বন্ধ হয়েছে খেলা। একই মাঠে বাংলাদেশ সময় আগামীকাল ১০ জুন ২০২৪ রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচেও কি বৃষ্টি হানা দিবে? আবাহওয়ার রিপোর্ট কি বলছে?
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় আগামীকাল সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নাসাউ কাউন্টি এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিনটি হবে অত্যন্ত সুন্দর ও মনোরম। আকাশে রোদ থাকবে পর্যাপ্ত। তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। দর্শকরা ক্রিকেট উপভোগ্য একটি দিন পাবেন।