বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

দুর্নীতির খবরে রোসাটমের আদালতে যাওয়ার হুমকি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:০০ অপরাহ্ন

পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কথিত দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনকে ‘উসকানিমূলক’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়ার রাষ্ট্রায়্ত্ত কোম্পানি রোসাটম।

এই ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হওয়ার হুমকিও দিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো রোসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা, গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি।”

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রোসাটম, যা থেকে আগামী বছর বিদ্যুৎ পাওয়া কথা রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও সহযোগী কয়েকজনের সঙ্গে কথিত ঘুষ লেনদেনের খবর কয়েকটি সংবাদমাধ্যমে আসে। এ খবর দুর্নীতি দমন কমিশনের নজরে আনলে সম্প্রতি এ অভিযোগ অনুসন্ধানে কমিশনের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়।

দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে।

দুদক বলেছে, অনুসন্ধান দলটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততা খতিয়ে দেখবে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সরকারের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে বৃহস্পতিবার সে দেশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম বলেছে, তারা তাদের সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দূর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা তৃতীয় পক্ষীয় নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে।

রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত থাকার কথাও বলেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে কোম্পানিটি বলেছে, “এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।”-আজকালের খবর


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর