গোপালগঞ্জে দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে আওয়ামীলীগের বিভিন্ন স্লোগান। কোনো দেয়ালে লেখা রয়েছে- জয়বাংলা শেখ হাসিনাতেই আস্থা ভাইয়া। আবার কোথাও লেখা রয়েছে, মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে। আবার অনেক দেয়ালে আঁকা হয়েছে বঙ্গবন্ধুর এক তর্জনীর নির্দেশ সংবলিত লোগো।
গতকাল শুক্রবার গভীর রাতে এসব লেখা ও ছবি আঁকা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতেও তারা এসব লেখা দেখেননি। আজ শনিবার সকালে বিভিন্ন দেয়ালে তারা এসব লেখা ও আঁকা দেখতে পেয়েছেন। এ ব্যাপারে কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মোবাইলে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল এলাকাগুলো পরিদর্শন করেছে। কিছু সিসি টিভির ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।