শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

গাজা থেকে মুক্ত থাইল্যান্ডের ৫ জিম্মি ব্যাংককে পৌঁছেছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

এক বছরেরও বেশি সময় ধরে গাজায় জিম্মি থাকার পর মুক্তি পাওয়া পাঁচ থাই খামার শ্রমিক রোববার ব্যাংককে পৌঁছেছেন। এসময় বিমানবন্দরে অপেক্ষা করতে থাকা তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরে এবং আনন্দে কেউ কেউ কেঁদে ফেলেন। ব্যাংককে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩০ জানুয়ারি মুক্তি পাওয়ার পর, ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আগমন কক্ষে প্রবেশ করার সময় পাঁচ থাই নাগরিক হাসছিলেন।

মুক্তি পাওয়া পাঁচ জন হলেন-ওয়াচারা শ্রীয়াউন, পংসাক তান্না, সাথিয়ান সুয়ান্নাখাম, সুরাসাক লামনাউ এবং বান্নাওয়াত সায়থাও। তারা রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাদের সাথে আনন্দিত আত্মীয়স্বজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সোম্বুন এএফপিকে বলেন, তিনি খুব খুশি এবং তার পরিবার তার ছেলে বান্নাওয়াতকে ঐতিহ্যবাহী থাই অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতে স্বাগত জানাবে। আমি তাকে আবার বাড়ি থেকে দূরে রাখতে চাই না।

তিনি আরো বলেন, অপহরণের নয় মাস আগে তার ছেলে পরিবারের জন্য আরো ভালো আয়ের সন্ধানে ইসরাইলে যান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যখন ইসরাইলে আক্রমণ করে। তখন ৩১ জন থাই নাগরিককে অপহরণ করা হয়। যার মধ্যে ২৩ জনকে সেই বছরের শেষ নাগাদ মুক্তি দেওয়া হয় এবং মে মাসে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

একজন থাই নাগরিক এখনও গাজায় জীবিত বলে ধারণা করা হচ্ছে। গত মাসে দক্ষিণ গাজার খান ইউনিসে পাঁচজন জিম্মিকে হস্তান্তরের সময় বিশৃঙ্খলা দেখা যায় ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর