মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস, ৪০ দিনের শাটডাউনের অবসান রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, বহুসংখ্যক আহত রাজধানীতে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন শীতকালে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায় সারাদেশে অগ্নি নিরাপত্তা কার্যক্রম জোরদার যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মহাসচিব মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবন-জাজেস কমপ্লেক্সসহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল হাইকোর্টে

গণঅধিকার পরিষদ ও এনডিএম-এর সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

রাজনৈতিক পরবর্তী কর্মকৌশল ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (মিয়া মশিউজ্জামান) ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দুই দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের দেয়া নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, সংস্কারসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদেন বলেন, দেশে বর্তমানে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এই সমস্যা সমাধানে নির্বাচিত সরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত তাড়াতাড়ি সম্ভব দেশের জন্য এই সরকার দরকার।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অপেক্ষা করে আছে- দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার সংসদ গঠন করবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

এ বিষয়ে বিএনপির অবস্থা তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘গণতান্ত্রিক অর্ডারের দিকে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করব।’

নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ তৈরিতে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সাংঘর্ষিক রাজনীতি যেন বাংলাদেশে আর কোনোদিন ফিরে না আসে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। সেটা সফল হবে, একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করবে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে যাদের জবাবদিহিতা থাকবে। রাজনীতিবিদদের জনগণের কাছে বার বার যেতে হবে, সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। একমাত্র যার মাধ্যমে সম্ভব সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসা, একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ গড়া।

বৈঠকে গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়া মসিউজ্জামান, আর এনডিএম এর নেতৃত্ব দেন ববি হাজ্জাজ। গত ২১ ডিসেম্বর বিএনপি নেতৃবৃন্দ ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে আলাদা আলাদা বৈঠক করে।
দেশের চলমান রাজনৈতিক ও বর্তমান অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে গত শনিবার থেকে শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর