বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ইধিকার সঙ্গে মঞ্চ মাতালেন নায়ক নিরব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

 

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‌‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’। গতকাল ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে অংশগ্রহণ করবেন দুই বাংলার তারকারা। এতে অংশ নেবেন চিত্রনায়ক নিরব। তার সঙ্গে পারফর্ম করে মঞ্চ মাতান শাকিব খানের ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পাল।

সেখান থেকেই নিরব জানান, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। স্টেজ শোতেই খুব ভালো রেসপন্স পেয়েছি দুবাইয়ে আমাদের বাঙালি ভাইবোনের কাছ থেকে। সামনে দুবাইয়ে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবো।
ইধিকার সঙ্গে পারফর্ম প্রসঙ্গে নিরব বলেন, শাকিব ভাইয়ের প্রিয়তমা একটি কালজয়ী গান। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে মঞ্চে আমি পারফর্ম করলাম। প্রবাসী ভাইবোনরা আমাদের দুজনকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন, উপভোগ করেছেন তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর