রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গভীর রাতে ঢাকায় এসেছেন শোয়েব আখতার আইপিএল নিলাম থেকে হঠাৎ বাদ পড়লো ৯ ক্রিকেটার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব দেশের স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কোনও কারণ নেই: মির্জা ফখরুল ওসমান হাদিকে হত্যাচেষ্টা; আসামী ধরার ব্যাপারে সবশেষ যা জানালো পুলিশ শেখ হাসিনা হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর রাজশাহীতে নলকূপে পড়ে শিশুর মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা হাদির ছবিযুক্ত হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আজ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ইসি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা; আসামী ধরার ব্যাপারে সবশেষ যা জানালো পুলিশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। 
আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।
তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করেছি। জড়িতদের গ্রেফতারে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।
এই পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। তবে তদন্ত কার্যক্রম চলমান আছে।
তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র‍্যাব পল্টন থানায় হস্তান্তর করেছে এবং একটি মোটরসাইকেলের নম্বর প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কি না।
হত্যায় অংশ নেয়া ব্যক্তি সীমান্ত পার করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, টার্গেট কিলিং, এরকম শঙ্কা আমরা দেখছি না। তারপরও আমরা সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আশা করি এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিনিয়তই কাজ করছি কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায়, সেভাবে আমাদের তৎপরতা অব্যাহত আছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমানের এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন হাদি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর