মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বৈরি আবহাওয়ায় ফ্লাইট জটিলতা শেষে নিরাপদে ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: ছাত্রদল সভাপতি সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে উপকমিটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিটের আদেশ বুধবার বিএনপি নেতা ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত, বঙ্গবাজার-গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ প্রশাসক এজাজের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে পোশাক শ্রমিকদের অবস্থান

বরখাস্তকৃত সেনাসদস্যদের আবেদনসমূহ সর্বোচ্চ মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছেঃআইএসপিআর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

বরখাস্ত কিংবা অব্যাহতিপ্রাপ্ত সেনাসদস্যদের আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে যা সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করছে।

রোববার রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ১৪ মে ২০২৫ তারিখে সেনাবাহিনী প্রদত্ত তথ্য অনুযায়ী, এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্যে ১০৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে।’

আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়, ‘যে কোনো ধরনের উসকানিমূলক কার্যকলাপ, জনস্বার্থবিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতে পারে- এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে। সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্য তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন। শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবে যান এবং অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে তাদের বক্তব্য শোনেন। প্রতিনিধি দল সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুসারে দাবি-দাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে, অভিযোগসমূহ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ব্যানারে না পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের পরামর্শ দেন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর