চীনের সঙ্গে ফুটবল সম্পর্ক তৈরি করতে চীনের রাষ্ট্রদূত ইয়াও উইনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সৌজন্য সাক্ষাতে দুই দেশের ফুটবল সম্পর্ক এগিয়ে নিতে কথা হয়েছে।
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের নারী ফুটবলের প্রশংসা করেছেন । চীনের একটি নারী ফুটবল দল বাংলাদেশে সফরে আসবে।
আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। খেলাটি কমলাপুর স্টেডিয়ামে হতে পারে, যদি টার্ফ বসানোর কাজ সম্পূর্ণভাবে হয়ে যায়। না হলে, চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
এছাড়াও গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত বাফুফের কম্পিটিশন কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে অক্টোবরে বাংলাদেশ-হংক এশিয়ান কাপের খেলায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে।