বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় দূষিত বাতাসে শ্বাস নিয়ে বছরে ১০ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে: বিশ্বব্যাংক রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ একজন আটক তারেক রহমানকে ৩০০ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি যুক্তরাষ্ট্রের সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ট্রাম্প:মার্কিন সাংবাদিক কার্লসন ২০২৫ এ ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রসচিব

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে থানায় মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রাতে নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে রোববার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেছেন। তার দুই ছেলে। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। সন্তানরা বাইরে কর্মরত থাকায় তারা স্বামী-স্ত্রী গ্রামের বাড়িতে থাকতেন।

রোববার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা গেট টপকে বাড়ির ভেতরে ঢুকে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন  জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় তাদের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর