এশিয়ান যুব গেমসের প্রথম দুই আসরে না পেলেও এবার পদক পেয়েছে বাংলাদেশ। তৃতীয় আসরে বাংলাদেশ প্রথম পদক পেয়েছে নারী কাবাডি দলের সৌজন্যে।
আজ মঙ্গলবার ( ২১ অক্টোবর) বাহরাইনে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টে হারিয়ে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।
প্রথম তিন ম্যাচে হেরে যাওয়া ব্রোঞ্জ পদক পেতে হলে আজ জিততে হতো বাংলাদেশকে। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও একই সমীকরণে বাংলাদেশের মুখোমুখি হয়। তাতে বাজিমাত করেন মেয়েরা। এবারের যুব এশিয়ান গেমসে ৫ দল অংশ নেয়।
আর টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চতুর্থ দলও ব্রোঞ্জ পায়। সেই হিসেবেই এক ম্যাচ জিতেও গলায় পদক ঝুলানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ।
পদক জয়ের লড়াইটা অবশ্য দারুণ হয়েছে। ঈসা স্পোর্টস সিটিতে প্রথমার্ধে ২৫-১৮ পয়েন্টে জেতে বাংলাদেশ।দ্বিতীয়ার্ধে তুমুল লড়াই হয়। যার প্রমাণ স্কোরকার্ড। দু দলই সমান ২২ পয়েন্ট করে পায়। এতে মোট পয়েন্টের ব্যবধান ৪৭-৪০ হওয়ায় বাংলাদেশ জিতে যায়।
যুব এশিয়ান গেমসে ইতিমধ্যে বাংলাদেশ পদক নিশ্চিত করলেও মূল পর্ব শুরু হবে আগামীকাল।
এবারের আসরে ৪৫ দেশের প্রায় ৪ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১৩ খেলায় ৬০ জন অ্যাথলেট।